সূরা আসর
01 .Wa Al-`Aşri 02‘Inna Al-’Insāna Lafī Khusrin 03 ‘Illā Al-Ladhīna ‘Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Wa Tawāşaw Bil-Ĥaqqi Wa Tawāşaw Biş-Şabri
01. কালের শপথ,
02. মানুষ আসলে ভীষন ক্ষতির মাঝে রয়েছে,
03. তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
01. By time
02. Indeed, mankind is in loss,
03. Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.
ইমাম শাফেয়ী (রহ: ) এর ভাষায়, “ মানুষ এ সূরাটিকেই চিন্তা-ভাবনা সহকারে পাঠ করলে তাদের ইহকাল ও পরকাল সংশোধনের জন্য যথেষ্ঠ হয়ে যায় “।এ সূরায় আল্লাহতায়ালা যুগের কসম করে বলেছেন যে, মানবজাতি অত্যন্ত ক্ষতিগ্রস্থ এবং এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে - ঈমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ দান।
No comments:
Post a Comment